বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৬

তিতুমীর কলেজে ছাত্রলীগ নেতা আটক 

সাদিকুল ইসলাম সাদিক: তিতুমীর কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫  

সরকারি তিতুমীর কলেজে পরীক্ষা দিতে এসে মো তাসরিফ (২৩) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। তিনি ইসলামি স্টাডিজ (  ১৯-২০ সেশন ) বিভাগের শিক্ষার্থী। 


২০ নভেম্বর ( বৃহস্পতিবার)  দুপুর ২টায় কলেজে পরীক্ষা দিতে আসলে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন । পরে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।
কলেজের শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী  জানান, তাসরিফ ইনকোর্স  পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসেছিলেন।  এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ তিতুমীর কলেজ শাখায় যুক্ত থাকাকালীন  বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এইরকম সন্ত্রাসীদের আমাদের ক্যাম্পাসে কখনো প্রশ্রয় দেবো না 

 

এই বিষয়ে, ছাত্রদলের আক্কাসুর রহমান আঁখি হলের সাধারণ সম্পাদক


 মাহিয়ান মাসুম বলেন, 


আমরা যদি লক্ষ্য করি, বিগত বছরগুলোতে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য, দমন–পীড়ন এবং শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে এসেছে। তারা দুইদিন আগেও তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরন করেছে। আমরা তিতুমীর কলেজে আর কোনো ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেব না। সাধারণ শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের জন্য ছাত্রদল সবসময় কাজ করবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল অপকর্ম ও সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা শক্ত হাতে প্রতিহত করব।

এই বিভাগের আরো খবর